ভালোবাসি
খাদিজা নাওরীন
আমি ভালোবাসি সত্য ও সততাকে,
ভালোবাসি বিনয় ও নম্রতাকে।
ভালোবাসা দিয়ে জয় করা যায়
সকল অশুভকে।
আরো ভালবাসি আমি অসহায়কে,
পৃথিবীর লাঞ্ছিত মানবতাকে।
আমি ভালোবাসতে চাই সকল
পরাজয়কে,
কারণ ভালোবাসা পেলেই পরাজয়
জয়ে রুপান্তরিত হবে।
যেখানে যাই, ভালোবাসা চাই,
ভালোবাসা পেলে কুড়োতে ভুলিনা।
কারণ- ভালোবাসা ছাড়া কোনো
সফলতাই ধরা দেবে না।
ভালোবাসি তাই ভালোবাসাকেই।
০৩/০২/২০১৭ খ্রিষ্টাব্দ