"একটি ভালো কথা একটি ভালো গাছের মতো, মাটিতে যার বদ্ধমূল শিকড়, আকাশে যার বিস্তৃত শাখা, সবসময় সে দিয়ে যায় ফল আর ফল।" (আল কুরআন ১৪ঃ২৪-২৫)
কি সুন্দর উপমা আল্লাহ তা'লা কুরআনে দিয়েছেন! একটি ভালো কথা একটি ভালো গাছের মতো! সেই গাছটির মতো, যে গাছ তুফানেও টলে না, যে গাছ ছায়া দেয়, ফলে ফলে সুশভিত থাকে বারো মাস! সুবহানাল্লাহ!
একটি ভালো কথার এতই গুণ, যে কথাটি ঐ গাছের মতোই মূল্যবাণ। মানুষের একটি কথাই হতে পারে ঐ গাছটির মতোই শান্তি এবং কল্যাণের বাহক।
সুন্দর কথা বলা একটি শ্রেষ্ঠ মানবিক গুণ। সবার কিন্তু সে গুণ নেই। যারা সুন্দর কথা বলে, সবাই তাকে ভালোবাসে। তার সাথে কথা বলতে কারো ভয় করে না। কারণ, তার সাথে কথা বললে ঝগড়ায় জড়ানোর কোনো আশংকা নেই! সে কটু কথা বলে না, খারাপ কথা বলে না, নিজের জিহ্বাটাকে সে সংযত রাখতে জানে। সুভাষী'র সাথে কথা বললে মানুষের মন প্রশান্তিতে ভরে যায়, সে মানুষকে ভালো কাজ করতে উৎসাহ দেয়, মন্দ কাজ করতে মানা করে!
সুন্দর কথা বলার আসমানি তাকিদ রয়েছে। আল্লাহ বলেন, "মানুষের সাথে ভালো কথা বলো, সুন্দর কথা বলো।" (আল কুরআন ২ঃ৮৩)
আল্লাহ আমাদের সুন্দর কথা বলার তাওফিক দান করুন।
খাদিজা নাওরীন
০১ মে, ২০২১
❤️❤️❤️
ReplyDelete