ফুল-পাখিদের মাঝে
খাদিজা নাওরীন
খাদিজা নাওরীন
ফুলেরা সব দলবেঁধে হাজির হলো যখন-
অনুষ্ঠান শুরুর ঘন্টা বেজে গেলো তখন।
কাককে দেখে কেন জানি বেজায় গেলাম চটে,
ক্ষণিক পরে তার প্রতিভা দেখেও নিলাম বটে!
দর্শকদের মাতিয়ে রাখছে মিষ্টি উপস্থাপনা দিয়ে,
চড়ুই পাখি মঞ্চে উঠল আঁকাবাকা নাচ নিয়ে।
শাপলা ফুলে দিল একটা বিশাল বক্তৃতা,
কয়েকজন গন্ধরাজ করল আবৃত্তি কবিতা।
কোরাস কন্ঠে দোয়েলগুলো ধরল যে গান,
ফিঙেটা বসে আছে করে অভিমান।
ফাঁস করল মাছরাঙা মাছ ধরার কৌশল,
কাঠ কাটা ছাড়া কাঠঠোকরার জীবন অচল।
রাণী হওয়ার গল্প বলল গর্ব করে গোলাপ,
প্রজাপতি আর জু্ঁই মিলে জুড়ে দিছে আলাপ।
বউ কথা কও পাখির দুখে কান্না পেলো সবার,
কৌতুক শুনুয়ে পায়রা ফুটালো হাসি আবার।
দিন পেরিয়ে আস্তে আস্তে চলে আসছে রাতি,
ফুল পাখিদের মেলায় আমি ছিলাম সভাপতি।
বিদায় বেলা মঞ্চে একটি শব্দ হলো ধুম,
মায়ের ডাকে হঠাৎ আমার ভেঙে গেলো ঘুম!
২০.১২.২০১৭
