Wednesday, 16 June 2021

কবিতাঃ তবুও

তবুও
খাদিজা নাওরীন
শব্দেরা আমায় করেছে নির্বাসিত
কবিতার কাছেও যেন উপেক্ষিত!
ছন্দেরা কেন যেন দেয়না ধরা
লেখনীটাও বুঝি হয়েছে কালিহারা!
আকাশও কেন যে আমায় ডাকে না
হলদে পাখিটাও যে হাঁকে না,
তাঁরাদের ঝিকিমিকি পড়ে না চোখে
তাই বুঝি খাতাটা লুকিয়েছে দুখে!
তবুও আমি হাত বাড়িয়ে দিই-
আলতো করে বৃষ্টি ছুঁয়ে নিই!
খাতাটা খুঁজতে বাড়াই হাতটা,
নতুন কলমের নতুন চেষ্টা...!
এলোমেলো অভিপ্রায় বিদায় করে,
শ্বাসটাকে উপভোগ করি প্রাণ ভরে।
অপ্রস্তুত চাঁদের দিকে তাকাই আমিও,
ছন্দের দিকে হাত বাড়াই তবুও!
১২.০৬.২০২১
No photo description available.

3 comments:

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...