Monday, 1 August 2022

তোমার জন্য জয়

 

তোমার জন্য জয়

খাদিজা নাওরীন

 

নেই কোন ভয়,

হবে তোমার জয়।

তোমার জন্ম জয়ের জন্য,

তুমিই হবে ধন্য।

 

সকল সম্ভাবনা তোমার মাঝে,

জয়ের জন্য তাই নামো কাজে।

তোমার জন্য নয় ব্যর্থতা,

দূর করো মনের সব হীনতা।

আসলে বাধা পথে,

সরাও দৃঢ় হাতে।

 

পারবে তুমি তুমিই বীর,

উঁচুতে থাকবে তোমার শির।

০৬-০৮-২০১৭

যাফিরের অসুস্থতা ও আমাদের উদ্বিগ্নতা:

 


গত কয়েকদিনের জ্বরের ধকল কাটিয়ে আমার যাফির এবার পুরোপুরি সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ!
অল্প-স্বল্প অসুখ খুব কমই কাবু করতে পারে যাফিরকে, কারণ যাফিরের চঞ্চলতা-দুরন্তপনার কাছে হার মেনে দু-এক দিনের মধ্যে বিদঘুটে অসুখকে বিদায় নিতে হয়। কিন্তু এবার যাফিরকে পুরোই কাবু করে ফেলেছিল জ্বর, দু'দিন তো বিছানা থেকেই উঠেনি যাফির।
যাফিরের জ্বরের উত্তাপে আমাদের চোখের ঘুম হয়েছিল উধাও, ওর দুচোখের চঞ্চল চাহনি ঝিমিয়ে পড়ায় আমারও মনটার হয়েছিল মারাত্মক অসুখ, পুরো পৃথিবীটাই আমার কাছে ম্লান হয়ে গিয়েছিল।
যাফিরের অসুখে ওর খেলনাগুলো ছিল গুছিয়ে রাখা (সচারাচর যা হয়ে উঠে না), বিছানার চাদর ছিল টান টান, টেবিলের উপরের বই-পুস্তক গুলোও ছিল অনড়। যেন এ ঘরের প্রাণটাই স্তব্ধ-অসুস্থ হয়েছে!
যাফির সুস্থ হওয়াতে ঘরটা আবারও হাসছে অবিরত, সুরের লহমায় আমিও হারিয়ে যাই আমার ঐ আনন্দপুরীর রাজকুমারের সাথে, খেলায় ও হয়ে উঠে আমার ওস্তাদ!
আমার সোনামণিটা ভালো থাকুক সবসময়, ঘরটা বারবার হোক এলোমেলো, আবার ওরই অনুমতি নিয়ে গোছাবো ঘর আমি বারে বার।
ভালো থাকুক পৃথিবীর সকল শিশু। ভালোবাসায় বেড়ে উঠুক ওরা।
- খাদিজা নাওরীন
১৮.০৫.২০২২

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...