তোমার জন্য জয়
খাদিজা নাওরীন
নেই কোন ভয়,
হবে তোমার জয়।
তোমার জন্ম জয়ের জন্য,
তুমিই হবে ধন্য।
সকল সম্ভাবনা তোমার মাঝে,
জয়ের জন্য তাই নামো কাজে।
তোমার জন্য নয় ব্যর্থতা,
দূর করো মনের সব হীনতা।
আসলে বাধা পথে,
সরাও দৃঢ় হাতে।
পারবে তুমি তুমিই বীর,
উঁচুতে থাকবে তোমার শির।
০৬-০৮-২০১৭