Monday, 1 August 2022

তোমার জন্য জয়

 

তোমার জন্য জয়

খাদিজা নাওরীন

 

নেই কোন ভয়,

হবে তোমার জয়।

তোমার জন্ম জয়ের জন্য,

তুমিই হবে ধন্য।

 

সকল সম্ভাবনা তোমার মাঝে,

জয়ের জন্য তাই নামো কাজে।

তোমার জন্য নয় ব্যর্থতা,

দূর করো মনের সব হীনতা।

আসলে বাধা পথে,

সরাও দৃঢ় হাতে।

 

পারবে তুমি তুমিই বীর,

উঁচুতে থাকবে তোমার শির।

০৬-০৮-২০১৭

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...