Friday, 18 June 2021

কবিতাঃ বৃষ্টি পড়ছে

বৃষ্টি পড়ছে

খাদিজা নাওরীন
ছন্দ তালে বৃষ্টি পড়ছে
সবুজ সবুজ পাতায়,
বৃষ্টি পড়ছে তালে তালে
খুকুর হলুদ ছাতায়।
বৃষ্টি পড়ছে খালে- বিলে
আরো ভরছে পুকুর,
ব্যাঙগুলো সব ঘ্যাঙর ঘ্যাঙে
তুলছে সুখের ঢেকুর।
বৃষ্টি পড়ে দেয় ভিজিয়ে
পাখিগুলোর সুখ,
বৃষ্টি হলে ঘর ছাড়েনা
অলস কোনো লোক।
২৭.০৮.২০১৭

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...