বৃষ্টি পড়ছে
খাদিজা নাওরীন
ছন্দ তালে বৃষ্টি পড়ছে
সবুজ সবুজ পাতায়,
বৃষ্টি পড়ছে তালে তালে
খুকুর হলুদ ছাতায়।
বৃষ্টি পড়ছে খালে- বিলে
আরো ভরছে পুকুর,
ব্যাঙগুলো সব ঘ্যাঙর ঘ্যাঙে
তুলছে সুখের ঢেকুর।
বৃষ্টি পড়ে দেয় ভিজিয়ে
পাখিগুলোর সুখ,
বৃষ্টি হলে ঘর ছাড়েনা
অলস কোনো লোক।
২৭.০৮.২০১৭
No comments:
Post a Comment