Saturday, 19 June 2021

কবিতাঃ ভালোবাসার প্রহর

ভালোবাসার প্রহর
খাদিজা নাওরীন

তোমাকেই ঘিরে আজ জীবনের গান,
অবাক করা এক ভালোলাগার টান!
গভীর আবেগে শুধুই ভেসে চলা,
লাজুক নয়নে নয় "ভালোবাসি" বলা-
উৎসুক চোখেই প্রকাশ ভালোবাসা,
নব জীবনের স্বপ্ন পানেই ভাসা।
শত শত সুখপাখি খুঁজি তোমাতে,
বুঝি- আছো মিশে তুমিও আমাতে।
হরদম খুনসুটি ইচ্ছের লুটোপুটি-
ঘর ছেড়ে মাঠ শেষে উড়ন্ত মন দুটি।
পাশাপাশি চলে যাই হাতে ধরে হাত,
আবেগের ছোঁয়াতেই কাটে দিন-রাত।
হাসাহাসি-মাতামাতির বিরাট এক চর,
ভালোলাগায় আছে মিশে ভালোবাসার প্রহর।
১৭.০৯.২০১৮

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...