Friday, 20 August 2021

কবিতাঃ যাফিরের জন্মদিনে

    যাফিরের জন্মদিনে
     খাদিজা নাওরীন 

সোনামনি যাফির আমার
একদিন দু'দিন করে,
বড় হওয়ার জন্য এলো
দুটি বছর থেকে সরে!
 
একটু-আধটু করে যাফির
চিনছে পৃথিবী-
একটা সময় আসবে যখন
চিনবে সে সব-ই।
 
আলোর পথে চলবে যাফির
চলবে ভালোর সাথে,
আলোকিত মানুষ হয়ে
ছড়াবে আলো পথে!
 
সঠিক পথের দিকে যাফির
সর্বদা চোখ রাখবে,
ভালোবাসার বহর নিয়ে
আজীবণ থাকবে।
 
আজ জন্মদিনে তোমার জন্য
ডালি সাজাই দোয়ার,
আদর্শ এক মানুষ হও
সোনামনি আমার।
 
 ২১জুন, ২০২১

 

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...