Friday, 20 August 2021

কবিতাঃ আল-আকসা আমাদের

          আল-আকসা আমাদের
              খাদিজা নাওরীন
 
আল-আকসা কারো নয়, আমাদের মুসলমানের,
এ যে প্রথম কিবলা, ভূমি সেতো মিরাজের।
বরকতময় এ ভূমি, কল্যাণের আকর-
কুরআন-হাদিসে তা প্রমাণিত, সম্মানিত এ শহর।
নবী-রাসুলের আবাসস্থল ও হিজরত ভূমি ছিল,
'আল-কুদস' ইসলামি ঐক্যের প্রতীক হলো!
তৃতীয় পবিত্র স্হান মুসলমানের আল-আকসা,
'বায়তুল মুকাদ্দাসের' প্রতি তাই অকৃত্রিম ভালোবাসা।
আল-আকসা মুসলমানের পবিত্র স্হান, পবিত্র শহর,
ইসরাইলের নেই কোনো অধিকার এই শহরের উপর।
উদ্বাস্তু ইহুদিদের হলো বুঝি স্পর্ধা এত্তো,
জানেনা যে ওরা হচ্ছে তৈরি ওমর-খালিদেরা কত্ত!
আল-আকসাকে রঞ্জিত করার বদলা বীরেরা নিবেই,
আল-আকসা'র ইতিহাসে অবিশ্বাসীদের হার থাকবেই।
বায়তুল মুকাদ্দাসের প্রতি টান প্রতি ঈমানী হৃদয়ের,
আল-আকসা কারো নয়, আমাদের মুসলমানের।
১৯.০৫.২০২১

 

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...