Thursday, 5 August 2021

কবিতাঃ খোকন সোনার ঘুম

      খোকন সোনার ঘুম
খাদিজা নাওরীন

খোকন আমার যেই ঘুমালো
ঘরটা হলো চুপ,
জাম্বুরা গাছের বুদ্ধি যেন
পেয়ে গেলো লোপ!
ঝরঝরিয়ে ফুলগুলো তাঁর-
ঝরাচ্ছে সে খুব,
ধুলিস্নাত একটু হতে
চড়ুই পাখির লোভ!
খোকন আমার উঠবে জেগে
-পাছে এই ভয়,
আকাশটাকে মেঘগুলো
করে ফেলছে জয়।
এত্ত এত্ত ভালোলাগা খুঁজে ফেরার
সময় আমার কই!
এই তো আমার জাগলো খোকা
তাকে নিয়েই হই চই!
২৯.০৩.২০২০
May be an image of 1 person

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...