খোকন সোনার ঘুম
খাদিজা নাওরীন
খোকন আমার যেই ঘুমালো
ঘরটা হলো চুপ,
জাম্বুরা গাছের বুদ্ধি যেন
পেয়ে গেলো লোপ!
ঝরঝরিয়ে ফুলগুলো তাঁর-
ঝরাচ্ছে সে খুব,
ধুলিস্নাত একটু হতে
চড়ুই পাখির লোভ!
খোকন আমার উঠবে জেগে
-পাছে এই ভয়,
আকাশটাকে মেঘগুলো
করে ফেলছে জয়।
এত্ত এত্ত ভালোলাগা খুঁজে ফেরার
সময় আমার কই!
এই তো আমার জাগলো খোকা
তাকে নিয়েই হই চই!
২৯.০৩.২০২০

No comments:
Post a Comment