Thursday, 5 August 2021

কবিতাঃ আজ যাফিরের জন্মদিন

 আজ যাফিরের জন্মদিন
খাদিজা নাওরীন

উছলে পড়ছে আবেগ আমার আজ,
কথার মাঝে হারিয়ে গেছে কথা
-আর কাজের মাঝে কাজ!
ছোট্ট বাবুটাকে সেদিন কোলে নিলাম,
কপালে তার আলতো করে চুম দিলাম।
ছোট্ট, ছোট্ট সে যে খুব,
ভালোবাসার গভীরে দিয়েছিলাম ডুব।
একুশ তম দিনে বাবুর আকিকা ছিলো,
"যাফির আবদুল্লাহ চৌধুরী " নাম রাখা হলো।
অল্প অল্প করে যাফির বড় হতে লাগলো,
মনটা আমার তার সাথে ছুটতে থাকলো।
মা-ছেলের যাচ্ছে কেটে ভালোবাসার প্রহর,
কিভাবে যে কেটে গেল একটি বছর!
যাফির এখন হাঁটা শেখার জোরসে চর্চায় আছে,
ডাকলে তাকে হামাগুড়ি দিয়ে আসে কাছে।
ভালোবেসে "মা..ম" ডাকে যাফির আমাকে,
আজ যে তাঁর জন্মদিন বলি সবাইকে!
২১.০৬.২০২০

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...