আত্মশুদ্ধি
খাদিজা নাওরীন
তোমার রঙে নিজেকে রাঙানোর
আমায় তাওফিক দাও প্রভু,
পাপের সাগরে সাঁতার যেন
কাটিনা আর কভু।
কলুষ-মুক্ত রাখতে এ মনকে
চেষ্টা যেন করি সর্বদা,
ভালো কাজে উৎসাহ ব্যতিত
যেন দেইনা কাউকে বাঁধা!
মানুষের মঙ্গল চাই যেন আমি
ভালোবাসি তোমার সৃষ্টিকে,
সত্য-ন্যায়ের পথ যেন খুঁজি
জীবনের এই বাঁকে বাঁকে।
আমার জিহ্বার আঘাত যেন
কেউ কভু পায়না,
অন্যকে নিয়ে থাকেনা মনে
যেন খারাপ ধারণা।
হিংসা -বিদ্বেষ মন থেকে
দূর করে দাও রব,
তোমার দেওয়া বিধান আমার
হয় যেন গো স-ব!
আমার জন্য সহজ কর
'ক্ষমা 'এই গুণটাকে,
আত্মশুদ্ধির তাওফিক দাও প্রভু
কবুল করে নাও আমাকে!
১৯.০৪.২০২১
No comments:
Post a Comment