স্বাধীনতা মানে
খাদিজা নাওরীন
স্বাধীনতা মানে এক মুক্ত আকাশ,
বিজয়ের উল্লাসে মাথা তুলে দুর্বাঘাস।
পাখিদের পাখা মেলে ওড়া-ওড়ি,
নির্বিঘ্নে ছুটে থাকা খোকার ঘুড়ি!
ভুলে গিয়ে বিষণ্ন পঁচা অতীত,
স্বাধীনতা মানে এক জাতীয় সংগীত।
ছুটে চলা মৌমাছির গুনগুন ধ্বনি,
কলকল নদীর স্বচ্ছ পানি।
স্বাধীনতা মানে শিশুদের হাসি,
মাঠের কাজে খুব ব্যস্ত চাষী।
বৃদ্ধরা ফিরে পায় নব প্রাণ,
চারিদিকে বয়ে যায় আনন্দের বাণ!
স্বাধীনতা মানে এক স্বাধীন দেশ,
হারিয়ে ফেলা সব হিংসা -বিদ্বেষ।
স্বাধীনতা মানে সবুজের বুকে লাল,
ঘুচে যাওয়া অমানিশার কাল।
২৬.০৩.২০১৭
No comments:
Post a Comment