Friday, 20 August 2021

চাঁদ রাত

আকাশে ঈদের চাঁদ উঠেছে, আজ 'চাঁদ রাত'। টানা একমাস রোজা পালন শেষে আকাশে শাওয়ালের চাঁদ উঠা মাত্রই রোজাদারদের মনে এক পবিত্র অনুভূতি দোলা দিয়ে যায়। এ যে মহান রবের পক্ষ থেকে দেওয়া এক নেয়ামত ঈদ, মুসলমানদের খুশির দিন।
বিশেষত ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতমন্ডিত। হাদিসে এসেছে-আবু উমামা রাদ্বিয়াল্লাল্লাহু হতে বর্ণিত, নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাল্লাম বলেছেন, যে ব‌্যক্তি শুধূমাত্র আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য দুই ঈদের রাত জেগে ইবাদতে মাশগুল হবে, কিয়ামতের কঠিনের দিনেও তার অন্তর মরবে না, যেদিন ভয়ঙ্কর ও বিভীষিকাময় পরিস্থতির কারণে মানুষের অন্তর মারা যাবে। (ইবনু মাজাহ, হাদিস :১৭৮২)
ঈদের এই খুশি ছড়িয়ে পড়ুক পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্তে, অট্টালিকা থেকে ভাঙা কুড়ে ঘর পর্যন্ত, যেমন করে চাঁদ তার আলো ছড়িয়ে দিচ্ছে সর্বত্র!
"ঈদ মোবারক "
১৪-০৫-২০২১

 

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...