আমার সোনামণি
খাদিজা নাওরীন
খাদিজা নাওরীন
তোর সাথে কাটানো সময় আমি
সোনার ফ্রেমে রাখি বন্দি করে,
খেলাধুলা আর মিষ্টি খুনসুটি
উপভোগ করি আমি প্রাণ ভরে।
চঞ্চল শৈশব আমার পাই ফিরে
যেন দেখে দেখে আমি তোকে!
তোর সাথে তাই কাটে সারাদিন
আগলে রাখি ভালোবেসে বুকে।
ছোট্ট হতে তোর সাথে আমার
কোনো বাধা নেইতো,
তোর সাথে খেলি তাইতো
লুকোচুরি, কানামাছি কতো!
ভীতু আমি নইকো যে আর
ভয় পেলে তোর সাহসী বাণী ঝরে,
প্রাণবন্ত হাসতে তোর মতো
শিখেছি আমিও খুব করে!
তোর সাথে আমিও হবো বড়
শিখব যে অনেক কিছু,
আধার-কালো সব ডিঙিয়ে যাব
থাকবেনা কিছু পিছু।
ভালোবাসায় পথ পাড়ি দাও
হও খুব বড় এক গুণি,
দিকে দিকে ছড়াও সুভাস
আমার যাফির সোনামণি।
খাদিজা নাওরীন
১৭.০৯.২০২১

No comments:
Post a Comment