Friday, 12 November 2021

        আমার সোনামণি
খাদিজা নাওরীন
তোর সাথে কাটানো সময় আমি
সোনার ফ্রেমে রাখি বন্দি করে,
খেলাধুলা আর মিষ্টি খুনসুটি
উপভোগ করি আমি প্রাণ ভরে।
চঞ্চল শৈশব আমার পাই ফিরে
যেন দেখে দেখে আমি তোকে!
তোর সাথে তাই কাটে সারাদিন
আগলে রাখি ভালোবেসে বুকে।
ছোট্ট হতে তোর সাথে আমার
কোনো বাধা নেইতো,
তোর সাথে খেলি তাইতো
লুকোচুরি, কানামাছি কতো!
ভীতু আমি নইকো যে আর
ভয় পেলে তোর সাহসী বাণী ঝরে,
প্রাণবন্ত হাসতে তোর মতো
শিখেছি আমিও খুব করে!
তোর সাথে আমিও হবো বড়
শিখব যে অনেক কিছু,
আধার-কালো সব ডিঙিয়ে যাব
থাকবেনা কিছু পিছু।
ভালোবাসায় পথ পাড়ি দাও
হও খুব বড় এক গুণি,
দিকে দিকে ছড়াও সুভাস
আমার যাফির সোনামণি।
খাদিজা নাওরীন
১৭.০৯.২০২১
May be a close-up of child and standing

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...