Friday, 12 November 2021

যাফিরের বেড়ে ওঠা

 যাফিরের বেড়ে ওঠা

সেদিনের সেই ছোট্ট যাফির, যার সাথে কথা বললে তাকিয়ে থাকত চোখ দুটো বড় করে, আর উ-আ বলে নানা রকম শব্দ করে মন জয় করে ফেলত, সেই সোনামনিটার বয়স এখন দু'বছর পেরিয়ে চারমাস!
ও এখন অনেক কিছু বুঝে। স্পষ্ট করে মনের ভাবও প্রকাশ করতে পারে। ও খুশিতে হাসে, বিরক্তিতে মুখ ভার করে, ব্যথায় কাঁদে!
আজ যাফির এসে আমার কাছে মুখ ভার করে বলছে, "আমার খুব বিরক্ত লাগছে!" কেন জিজ্ঞেস করায় বলল, "বাইরে গাড়ির সাউন্ড হচ্ছে, এজন্য!" সত্যি বাইরে খুব জোরে শব্দ যা ওর কাছে বিরক্তিতে পরিণত হয়েছে।
"সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হয়" এটা যাফির জানে। তাই পরিষ্কার থাকার আপ্রান্ত চেষ্টা তার।
মেহমানদের আপ্যায়ন করতে হয়, তাই মেহমান বাড়িতে আসলে যাফিরও খুব ছোটাছুটি করে মেহমানদারি করতে।
যারা সুন্দর কথা বলে, সবাই তাকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন। এজন্য যাফির সুন্দর কথা বলে, পঁচা কথা বলে না। তার সম বয়সী কেউ পঁচা কথা বললে বারণ করে যাফির!
(যাফিরের সাথে আমরা অনেক অ-নে-ক কথা বলি। তার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি ধৈর্য সহকারে, এবং সেটা অবশ্যই সঠিক উত্তর। আমরা তাকে বোঝাতে চেষ্টা করি, সে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা তার সাথে ভালো ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, সে ও আমাদের সাথে ভালো ব্যবহার করে। আমরা ওকে কখনো আঘাত করি না! আঘাত করে বাচ্চাদের শিখানো যায় না এটা মনে-প্রাণে বিশ্বাস করি)
# ভালো থাকুক পৃথিবীর প্রতিটি শিশু!
খাদিজা নাওরীন
১০.১০.২০২১

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...