Thursday, 26 May 2022

কবিতাঃ ইদের প্রত্যাশা

                    ইদের প্রত্যাশা
খাদিজা নাওরীন

সব খানেতে ছড়িয়ে পড়ুক ইদ-আনন্দ আজি,
পৃথিবীটা উঠুক এবার নতুন করে সাজি!!
বইতে থাকুক চারিদিকে সুখের ফোয়ারা,
নতুন করে হাসুক যত আনন্দ-হারা।
দূর হয়ে যাক ধরা থেকে বাধা-ব্যবধান,
জীর্ণ ঘরেও আসুক নেমে কল্যাণের বাণ।
নিপীড়িতের কাছেও উঠুক ইদানন্দ বাজি,
আজ মনটা থাকুক বস্ত্রহীনের সাহায্যে রাজি।।
ফিরনি-পায়েস হোক রান্না সকল ঘরে ঘরে,
যাক এগিয়ে পা টা আজ ঐ শীর্ণ কুঠিরে।
দুঃখ-কষ্টে আনন্দ যাদের হয়েছে বিলীন,
সুখের ছোয়ায় হোকনা আর মুখটা মলিন।
সময় আর কাউকে যেন করেনা পাজি,
ভালোবাসা ছড়িয়ে পড়ুক- এই প্রত্যাশা আজি!!
-
১৫-০৬-২০১৮

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...