Thursday, 14 April 2022

শিশুদেরকে সুন্দর একটি শৈশব উপহার দেওয়া বড়দের জন্য মিষ্টি-মধুর এক বি-রা-ট দায়িত্ব। শিশুর সে শৈশব হবে আনন্দময়, খেলার ছলে শিখার, ভালোবাসার!
শিশুদের সুন্দর শৈশব উপহার দেওয়ার জন্য শুধুই যে শিশুর বাবা-মা এই দায়িত্ব পালন করবে তা না, আত্মীয়-অনাত্মীয় সবাইকে এজন্য সচেতন ভূমিকায় থাকতে হবে।
শুধুই যে নিজেদের বাচ্চার প্রতি সচেতন থাকতে হবে তা না, অন্য যেকোনো বাচ্চার প্রতিও ভালোবাসার দৃষ্টি দিতে হবে। একটি শিশু যেন আশ্বস্ত হতে পারে যে, সে একটি নিরাপদ পরিবেশে নিরাপদে আছে।
অনেক মানুষ আছেন, যারা নিজেদের বাচ্চার প্রতি বিশেষ যত্নশীল হলেও অন্যান্য বাচ্চাদের প্রতি ব্যবহার মোটেও সন্তোষজনক নয়, এটা কিন্তু মোটেই ঠিক না। কারণ শিশু তো শিশুই, তারা আদর-ভালোবাসার কাঙ্গাল। তাদের সুস্থভাবে বেড়ে উঠার জন্য অবশ্যই বড়দের সুগভীর ভালোবাসা অত্যাবশ্যক!
ভালোবাসায় বেড়ে উঠুক পৃথিবীর স-ক-ল শিশু!
-- খাদিজা নাওরীন
১০.০৪.২০২২

 

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...