Monday, 13 February 2023

কবিতাঃ রোযাদার

               রোযাদার
         খাদিজা নাওরীন


করতে পারেনা কোনো মন্দ কাজ,
অন্তরে শুধুই আল্লাহ ভীতি-লাজ।

এই রোজা পালন-
আল্লাহ প্রেমের নিদর্শন।

সর্বদা তাঁর তাকওয়া অর্জনের চেষ্টা, 
পাশে আসতে পারেনা শয়তানের তেষ্টা।

আল্লাহর কাছে এ ত্যাগ কি অপরুপ,
রোযা ত মানুষের জন্য ঢাল স্বরূপ।

জান্নাতের রাইয়ান দরজা দিয়ে ঢুকার,
কী আকাংখা, সে যে রোযাদার।

০৬.০৬.২০১৭

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...