Friday, 17 March 2023

কবিতা: খুকু ও চাঁদের কথা

       খুকু ও চাঁদের কথা 

                  খাদিজা নাওরীন     
             

আকাশে উঠেছে আজ পূর্ণিমার চাঁদ,
ছড়িয়ে দিচ্ছে সে পৃথিবীময় আলো।
খুকু সোনা পেতেছে তাই বড় একটা ফাঁদ,
পুরবে চাঁদ পুরবে তার সবটুকু আলো
খারাপ হলে মন তখন করবে সে ভালো।

শুনছে সে বলছে চাঁদ তার কানে কানে ,
দুঃখ আর কষ্ট যত আছে প্রাণে প্রাণে
তাদের দিকে খুকু যেন সাহায্যের হাত বাড়ায়
সে যেন অনাহারীর পাশে গিয়ে দাড়ায়।

বলছে খুকু হবে সে অনেক অনেক বড়,
চাঁদ যেমন দিচ্ছে আলো করছে সবার মন ভালো
সেও ঠিক তেমনভাবে করবে সবার সাহায্য
সমাজে তখন থাকবেনা আর কোনো খারাপ-কালো।
                  ১৫-০৬-২০১৭

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...