Thursday, 23 March 2023

মহিলাদের রমজানের রুটিন

            রমজান মাস ইবাদতের মাস। এ মাসে ইবাদত করলে অন্যান্য মাসের তুলনায় বেশি সওয়াব পাওয়া যায়। এ মাসের গুরুত্বও অনেক। তাই ধর্মপ্রাণ মুসলমানরা অতি আগ্রহে আল্লাহর নৈকট্য লাভের আশায় একনিবিষ্ট চিত্তে ইবাদত করেন।


            অনেক সময় মহিলারা সংসারের কাজের চাপে ইবাদত করার  সময় কম পান, আর সেজন্য তারা কষ্ট পান। তবে এই কাজের সময়টাতে মনে মনে আল্লাহর জিকির, ইস্তেগফার, দোরুদ, তিলাওয়াত (*মুখস্ত) ইত্যাদি পড়া যায়। এতে ইনশাআল্লাহ এর সওয়াব পাওয়া যাবে এবং মনেও প্রশান্তি কাজ করবে। এছাড়া এটাও মনে রাখতে হবে যে, আপনি সংসারের জন্য যে কাজ করবেন, সেটাও কিন্তু সদকায়ে জারিয়া হিসেবে করবেন, আল্লাহ সুবহানাহু তা’লা এর বদলা দিবেন ইনশাআল্লাহ।


             কাজের ফাঁকে যেটুকু সময় পাওয়া যায়, ফরজ নামাজের(অবশ্যই) পাশাপাশি নফল নামাজ, কুরআন তিলাওয়াতসহ যথাসম্ভব ইবাদত করা দরকার। 


           এছাড়া রমজান শুরুর আগে রান্নাবান্নার জন্য মসলাপাতি রেডি করে ফ্রিজে রেখে দেয়া যেতে পারে। তাহলে সাহরি-ইফতার রেডি করতে  তুলনামূলক কম সময় লাগবে। পরিবারের অন্যান্য সদস্যদের থেকেও সাহায্য নেয়া যেতে পারে।


               আল্লাহ তা’লা আমাদের সবাইকে পবিত্র রমজানের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দিন।

     ২৩-০৩-২০২৩

       খাদিজা নাওরীন

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...