Sunday, 9 April 2023

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ

   খাদিজা নাওরীন


ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ

উঠে আকাশে,

খুশির জোয়ার চলছে তাই 

বাতাসে- বাতাসে।


ঐ ঈদের চাঁদে

যত খুশি লুকানো!

প্রকাশ পাচ্ছে তাইতো

যত আনন্দ জমানো।


ঈদের চাঁদে আছে শুধুই

আনন্দ আর হাসি,

কষ্ট এবং দুঃখ যত

হয়ে যাক না বাসি।


রাত পোহালে আসবে সকাল

তাকবে না মনে জিদ,

পরস্পরকে বলবে সবাই 

ঈদ ুমোবারক, ঈদ!

    ২৫-০৬-২০১৭

কবিতা: দোয়া (শবে কদরের রাতে)

               দোয়া

        খাদিজা নাওরীন


আমাদের ঈমানী শক্তি দাও বাড়িয়ে প্রভু,

নীতির  উপর থাকি অটল, ভুলিনা যেন কভু।

শবে কদরের রাতে এই চাওয়া তোমার কাছে--

দূর করে দাও যত প্রাণে দু:খ-কষ্ট  আছে।

পৃথিবীতে হোক না আর মানবতা লাঞ্চিত,

থাকেনা যেন কোনো শিশু খাদ্য বঞ্চিত।

ফিলিস্তিন-বসনিয়া-কাশ্মীর- মিয়ানমারের,

কোনো ঘর আর জ্বলুক না মুসলমানের ।

শুধুই শান্তি করুক বিরাজ পৃথিবীতে,

আলোর চেতনা নিয়ে জাগুক মানুষ প্রতি প্রভাতে।

            ২২-০৬-২০১৭




কবিতা: বাবা, শুভেচ্ছা তোমায় (বাবা দিবসের শুভেচ্ছা)

            বাবা, শুভেচ্ছা তোমায়

                খাদিজা নাওরীন


তোমাকে নিয়ে আমি পারবনা লিখতে কিছু

শুরু করলেও আমার লিখা শেষ হবে না,

তুমি নিজেই কাব্য-কবিতা বাবা,অমার প্রেরণা।


তোমার কথাগুলোই লিখি আমি কবিতা আকারে,

”মানুষের মতো মানুষ হতে হবে তোকে, হতে হবে

অনেক বড়,’’ এ কথা বুঝাও কতো প্রকারে।


তোমার হাত ধরে আমি শিখেছি যে হাঁটতে,

কথা বলা, সেও তো শিখেছি তোমার কন্ঠ কেড়ে,

মনে পড়ে খুব, গল্প শুনতাম তোমার কাঁধে চড়ে,

অ-আ-ক-খ শিখাতে কত্ত যত্ন করে।


এখনো আমার প্রতি যত্ন তোমার কমেনি একটুও

বলো তুমি, “স্বাস্থ্যকর খাবার খাবি সবসময়,

আইসক্রিম-আচার  এসব খাবি না মোটেও।”


দোয়া করি, বাবা তুমি ভালো থেকো সবসময়,

আমি তোমায় যে বড় ভালোবাসি

আজ বাবা দিবসে জানাই শুভেচ্ছা রাশি রাশি।

                ১৭-০৬-২০১৭

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...