বাবা, শুভেচ্ছা তোমায়
খাদিজা নাওরীন
তোমাকে নিয়ে আমি পারবনা লিখতে কিছু
শুরু করলেও আমার লিখা শেষ হবে না,
তুমি নিজেই কাব্য-কবিতা বাবা,অমার প্রেরণা।
তোমার কথাগুলোই লিখি আমি কবিতা আকারে,
”মানুষের মতো মানুষ হতে হবে তোকে, হতে হবে
অনেক বড়,’’ এ কথা বুঝাও কতো প্রকারে।
তোমার হাত ধরে আমি শিখেছি যে হাঁটতে,
কথা বলা, সেও তো শিখেছি তোমার কন্ঠ কেড়ে,
মনে পড়ে খুব, গল্প শুনতাম তোমার কাঁধে চড়ে,
অ-আ-ক-খ শিখাতে কত্ত যত্ন করে।
এখনো আমার প্রতি যত্ন তোমার কমেনি একটুও
বলো তুমি, “স্বাস্থ্যকর খাবার খাবি সবসময়,
আইসক্রিম-আচার এসব খাবি না মোটেও।”
দোয়া করি, বাবা তুমি ভালো থেকো সবসময়,
আমি তোমায় যে বড় ভালোবাসি
আজ বাবা দিবসে জানাই শুভেচ্ছা রাশি রাশি।
১৭-০৬-২০১৭
No comments:
Post a Comment