দোয়া
খাদিজা নাওরীন
আমাদের ঈমানী শক্তি দাও বাড়িয়ে প্রভু,
নীতির উপর থাকি অটল, ভুলিনা যেন কভু।
শবে কদরের রাতে এই চাওয়া তোমার কাছে--
দূর করে দাও যত প্রাণে দু:খ-কষ্ট আছে।
পৃথিবীতে হোক না আর মানবতা লাঞ্চিত,
থাকেনা যেন কোনো শিশু খাদ্য বঞ্চিত।
ফিলিস্তিন-বসনিয়া-কাশ্মীর- মিয়ানমারের,
কোনো ঘর আর জ্বলুক না মুসলমানের ।
শুধুই শান্তি করুক বিরাজ পৃথিবীতে,
আলোর চেতনা নিয়ে জাগুক মানুষ প্রতি প্রভাতে।
২২-০৬-২০১৭
No comments:
Post a Comment