Monday, 28 June 2021

কবিতাঃ ভালোবাসি তোমায়

 ভালোবাসি তোমায়
খাদিজা নাওরীন

তোমায় ভালোবাসি তাই
আবেগে ভাসাই-
ইচ্ছে ঘুড়িটা।
রঙ্গিন স্বপ্ন মেলে ডানা,
ভালোবাসার আনাগোনা,
পূর্ণ এ মনটা।
কত যে ভরসার ছায়া,
হৃদয়ের মায়া-
এই তুমিটা!
ভালোবাসায় হারিয়ে যাই,
ছন্নছাড়া আর তো নাই-
এ আমিটা!
২০/১১/২০১৯
No photo description available.


No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...