প্রতি বিপরীতে ভালো থাক
খাদিজা নাওরীন
ভালো দিয়ে দেওয়া হোক মন্দের জবাব,
আচরণে প্রকাশ হোক উত্তম স্বভাব।
মুখ দিয়ে বের হোক সুন্দর যত কথা,
প্রতি কাজে শান্তভাবে খাটুক মাথা।
ঘৃণার বদলে জয় হোক ভালোবাসার,
দূর হোক মন-মানসিকতা কষ্ট দেয়ার।
বিশ্বাস ভঙ্গের চেয়ে শ্রেয় বিশ্বস্ত আচরণই,
অন্যায়কে না করে হোক সাহায্য ন্যায়েরই।
ইনসাফ হবে না করে পাল্টা জুলুম,
প্রতি খুশিতে পাশে থাকুক মজলুম।
শত্রুত্বকে বন্দুত্ব দ্বারা করতে হবে জয়,
গোলমাল না করে ধৈর্য্য হোক হলে পরাজয়।
স্বার্থবাজির বদলে প্রাধান্য থাকুক উদারতার,
প্রতি ক্ষেত্রে পাওয়া যাক মিল কাজ ও কথার।
হীন উদ্দেশ্য মহতের কাছে ঢাকা পড়ে যাক,
প্রচার না করে দুর্বলতা কারো গোপনেই থাক।
সুনসান পবিত্রতা চারিদিকে বিরাজ করুক,
সূর্য - আলোর মতো ভালো ছড়িয়ে পড়ুক।
১০/০৭/২০১৮

No comments:
Post a Comment