শুভ জন্মদিন
খাদিজা নাওরীন
জন্মদিন! জন্মদিন! শুভ জন্মদিন!
সময়গুলো কাটুক তোমার দুঃখহীন।
চারিদিকে বাজছে শুন খুশি-বীণ,
বয়স তোমায় বলছে-থাকো অমলিন।
আলোর মাঝেই কাটুক জীবন তোমার,
গ্রহণ কর অফুরন্ত ভালোবাসা আমার।
হাসি হাসি মুখটা যেনো দেখতে পাই,
রঙিন সময় তুমি-আমি কাটাতে যে চাই!
দুঃখ-সুখের গান যেন একসাথে গাই,
ভালোবাসার রঙিন ঘুড়ি দুজনে উড়াই।
তোমায় অনেক অনেক ভালোবাসি প্রিয়,
জন্মদিনের ভালবাসা গ্রহণ করে নিও!
২৭-১১-২০১৯
No comments:
Post a Comment