Saturday, 19 June 2021

কবিতাঃ খোদার মহিমা

 খোদার মহিমা
  খাদিজা নাওরীন

নুঁয়ে পড়ে গাছ কেন ফলবাণ হয়ে-
নদী কেন চলে যায় একই দিকে বয়ে?
পানি মাঝে মাছ থাকে কেমন করে-
স্বচ্ছ আকাশ মেঘে যায় কেমনে ভরে!
প্রতিদিন ছড়ায় সূর্য কিভাবে আলো?
নিমিষেই দূর হয় আধাঁর-কালো!
প্রতিরাত চাঁদ-তারা কেমনে জাগে!
এত ফুল কিভাবে ফুটে ফুল বাগে?
প্রজাপতির এতো রং এলো কোথা থেকে!
ঠান্ডা-গরম কিভাবে বসে শরীরে ঝেঁকে?
এতো সব জীব-উদ্ভিদ কার হলো দান-
কেন বয় এতো এতো নিয়ামতের বাণ!
এ আমার সৃষ্টিকারী মহিমা খোদার,
এতো সব ভালোলাগা, সৃষ্টি যে তাঁর।
আকাশ-ভূমির সবকিছু গায় তারি গুণগান,
মহান রব আল্লাহ, তিনি পবিত্র- সুমহান।
২১.০৬.২০১৮

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...