প্রশান্তির সবুজ উপত্যকা খাদিজা নাওরীন
প্রশান্তির এক সবুজ উপত্যকায় আমার বাস
যেখানে শুধু শান্তি আর শান্তি,
ধরাকে সরা জ্ঞান করে না কেউ
চোখে ভাসে শুধু প্রাপ্তি আর প্রাপ্তি।
দেয়না বাধা কেউ ফুটতে গোবরে পদ্মফুল,
কারো ভুলে কেউ বাজায় না ডামাডোল।
চারদিক মুখরিত পাখির কলকাকলিতে আর-
গাছে গাছে ঝুলে থাকে ফুলের বাহার।
এখানে থাকেনা কেউ না করে আহার,
প্রশান্তির ছায়া আছে নেই কোনো আধার।
আমি যখন-তখন যাই চলে সে উপত্যকায়,
কিছু সুখ, কিছু সুন্দর অনুভূতির আশায়।
বাস্তবতা কিন্তু আমার অন্ধকারে ঘেরা-
এদিকে আহাজারি তো ওদিকে উল্লাস,
কল্পনার উপত্যকার মতো একদিন বাস্তবতা হবে
যেদিন ফেলব শান্তির নিশ্বাস, এ আমার বিশ্বাস।
No comments:
Post a Comment