এসেছে বসন্ত
খাদিজা নাওরীন
নব জীবণের ঢেউ লেগেছে আজ বসন্ত দিনে,
রঙ্গিন প্রজাপতি খেলা করে ফুলে ফুলে বনে বনে।
জীর্ণতা সরিয়ে শীতের উঠেছে প্রকৃতি সেজে,
ভাঙ্গা গলা সুস্হ হবে কোকিলের এই ঋতুরাজে।
আমের মুকুলের ঘ্রাণে মেতে উঠেছে চারিদিক,
গাছের নতুন কুড়িতে খেলা করে আলোর ঝিলিক।
রঙ্গিন বুনোফুল বাড়িয়ে দেয় সৌন্দর্য বনের,
ক্ষণে ক্ষণে মন মাতিয়ে দেয় সৌন্দর্য নীলাকাশের।
চারিদিকে এতো আলো এতো হাসি এতো যে গান,
তারপরও মনটা যেন ব্যথায় হয় খান খান!
বুকের তাজা রক্ত দিয়েছিল ঢেলে সোনার ছেলেরা-
সে ভাষার জন্য, যে ভাষায় আজ বলছি কথা আমরা।
তাইতো জানিয়ে দেয় পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া-কাঞ্চন,
হারিয়ে যাওয়া প্রিয় ভাইটির ছলকে দেয়া রক্ত-মিশ্রণ।
এ যে রক্তলাল বসন্ত, এ ফাগুনে যে আগুন ঝরে,
বসন্তের আবেদন তাইতো হৃদয়ের অনেক গভীরে।
১৭.০২.২০১৮
No comments:
Post a Comment