হেমন্তে
খাদিজা নাওরীন
শীতের গল্প নিয়ে এলো হেমন্ত-
প্রকৃতির গায়ে নব রুপ ফুটাতে,
কালো মেঘের দল আকাশ ছাড়া
দেখা যায়না পাগলামো ছুটতে।
সূর্যের আলসেমি শুরু হয়ে গেলো,
রাতগুলো তাড়াতাড়ি ছড়ায় কালো।
মমতাময়ী নারীর মতো হেমন্ত চলে,
বৈরাগ্য-বিষণ্নতার কথা বলে বলে।
ধানের স্তূপে ভরে কৃষকের উঠোন,
চাষী বউ পিঠা বানায় মনের মতোন।
এসময় ঢেউ লাগে বাংলার রুপসাগরে,
হেমন্তের আগমনে মন দোলে রে।।
২৭.১০.২০১৭
No comments:
Post a Comment