আমার দুঃখ
খাদিজা নাওরীন
আমি বাংলা ভাষা, আমি দুখিনী বাংলা ভাষা,
হারতে বসেছে আমার সকল আশা- ভরসা।
কত বর্ণিল ইতিহাস আমার যে আছে!
সন্তানেরা এসব কিন্তু ভুলতে বসেছে।
বাংলার সাথে বিশ্রিভাবে অন্য ভাষা মেশায়,
অন্য ভাষায় অনেক মজা খুঁজে নাকি পায়!
বিনোদন পায়না বুঝি অন্য ভাষা ছাড়া,
ভিন্ন ভাষা তাঁদের নাকি করছে ভীষণ তাড়া।
এত্ত এত্ত লজ্জা আমি রাখি যে কোথায়,
কত সোনার ছেলে প্রাণ দিয়েছে রক্ষার্থে আমায়।
তেরশ' আটান্নর একটি বিকেল বেলা-
রাজপথে বয়েছিল মোর ছেলেদের রক্তের নালা।
ওরা যে নেই, আজ তাই আমি অসহায়,
এড়িয়ে যাচ্ছে আমায় নবীন- প্রবীনেরা, হায়!
ভীষণ স্মৃতিকাতর আমি, মনে জ্বলে আগুন,
একুশে ফেব্রুয়ারিতে হারিয়ে গেছে আটই ফাল্গুন।
বাংলা মাস যায়-আসে, রাখে হিসাব কেউ কি?
ভীষণ একাকী হয়ে পড়েছি আমি, ভীষণ একাকী।
নিরবে-নিভৃতে খুবই কাঁদি, শুনেনা তা কেউ,
অবিনাশী বর্ণমালার বুকেও বয়ে যায় ঢেউ।
আমি দুখিনী বাংলা, আমি বাংলা ভাষা,
মেকি নয়, চাই হৃদয় গভীরের ভালোবাসা।
২০.০২.২০১৮
No comments:
Post a Comment