নব দিনের প্রত্যয়
খাদিজা নাওরীন
নব দিনের নব গানে বাজুক নব সুর,
ধরা থেকে অমানিশা দূর হয়ে যাক দূর।
সব সময়েই লেগে থাকুক নতুনের রেশ,
ঘুণে ধরা সমাজের হয়ে যাক শেষ।
ভালোবাসায় ভরে উঠুক সকল প্রাণ,
সুস্হভাবে বেঁচে থাকুক সংস্কৃতির মান।
কুঠির-অট্টালিকার সবাই থাকুক ভালো,
মানব মনের আধাঁর কেটে হাসুক আলো।
চারিদিকে বয়ে যাক এমন সব গান-
নিরাপদে বেঁচে থাকুক প্রতিটি প্রাণ।
নব বছর সবার কাছে নিয়ে আসুক জয়,
ভালো থাকি ভালো রাখি-হোক এই প্রত্যয়।
১৪/০৪/২০১৯
No comments:
Post a Comment