মন কি চায়
খাদিজা নাওরীন
সদ্য কৈশোর ত্যাগী বালিকার
মন কি আর চায় বৃত্তবন্দি হতে?
ফুটন্ত সকাল কিংবা পড়ন্ত বিকেলের
রংগুলো কি মন চায় মুছে দিতে?
আকাশের নীলগুলো খাঁচায় ভরে
তুলি দিয়ে ছবি আঁকা,
রং কলমের বাক্সটা বন্ধ করে
মন কি চায় তালাবদ্ধ করে রাখা?
অমাবস্যা রাতে জ্যোৎস্না দেখে
বাকা চাঁদের হাত ধরে,
তেপান্তরের মাঠ পলকেই ঘুরে আসা-
মন কি আর চায় এসব দিতে ছুড়ে?
আকাশের তারাদের মিটিমিটি গল্প
ঝিঁ ঝিঁ পোকার দাড়ি-কমাহীন গান,
জাম্বুরা ফুলের মুগ্ধ দৃষ্টি-
ছাড়তে চায় কি মন এ টান?
গল্পের বইটাকে হাতে নিয়ে
রাতটাকে করে সাবাড়,
ঘুম ঘুম চোখের টল টল পা
নিতে চায় কি মন জীবনের ভার?
ঠিক দুপরে সূর্যের দিকে তাকানো
আর বৃষ্টির সাথে ঝগড়া,
বাতাসের সাথে গভীর মিতালী-
এসব ছাড়ার কেন এত তাড়া?
মন কি আর চায় চলে যেতে
এ স্বপ্নপুরী থেকে?
সদ্য কৈশোর ত্যাগী বলিকার
বিচ্ছেদী চিন্তায় মন গেছে বেঁকে!
২৫.০৪.২০১৮

No comments:
Post a Comment