যাফিরের একুশ দিন
খাদিজা নাওরীন
যাফির সোনা পা দিয়েছে
একুুশ তম দিনে,
তাইতো আজি খুশির হাওয়া
বইছে মনে মনে।
তালে তালে বৃষ্টিরা আজ
বলছে খুকু সোনা,
তোমার জন্য অনেক অনেক
ভালোবাসা বোনা।
উদার আকাশ উদার হয়ে
বলছে তোমায় শোনো,
তোমা থেকে কষ্ট কোনো-
কেউ কখনো পায়না যেনো।
জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে
অনেক বড় হও,
পৃথিবীটা বলছে যে ওই
অমর হয়ে রও।
দোয়া করি জীবণ তোমার
আলোকিত হোক,
তোমার তরে জেগে থাকুক
বহু ব-হু সুখ।
১১/০৭/২০১৯
No comments:
Post a Comment