ঘুমের রাজ্যে
খাদিজা নাওরীন
ঘুমের শহরে যাফির যখন,
আমি তাঁর প্রহরী তখন;
নীরবতার সঙ্গী হয়ে-
কচি মুখে আলতো ছুঁয়ে,
মিষ্টি-মধুর চুম্ আঁকি।
পাছে যদি ঘঠে ব্যাঘাত,
বাবু আমার পায় আঘাত;
সাবধানে তাই থাকি!
খেলনা গুলোর শব্দ হলে,
সব কিছু গুলবে জ্বলে,
যতনে তাই রাখি।
ঘুমের মাঝে থাকুক ক্ষণিক-
মা-পাগল ঘুম প্রেমিক।
২৯.০১.২০২০
No comments:
Post a Comment