জা' সমাচার
খাদিজা নাওরীন
নববধূ জা'কে পেলে ভীষণ খুশি হয়,
বোনকে রেখে আসার কষ্টের ঘটে পরাজয়!
জা'য়ের সাথে দুঃখ-সুখের হয় আলাপন,
ক্ষণিক মাঝে জা'রা হয়ে ওঠে আপনজন।
বোনের মতো একসাথে চলাফেরা করে,
ভারি মনটা হালকা হয় বসে অবসরে।
সবসময় সবার জা হয়না একই রকম,
"ভালো থাকবে, মন্দও"- এই সমাজের নিয়ম।
দলভেদে জা'রা করে অন্যকে নিয়ে গুন গুন,
দলা পাকায় অন্য জনের পান থেকে খসলে চুন।
মাঝে মাঝে কথা বলাও বন্ধ হয়ে যায়,
দলছাড়াটার কিছু করার থাকেনা তখন, হায়!
জা'য়ে জা'য়ে দ্বন্দ্ব গড়ায় ভাইয়ে-ভাইয়ে গিয়ে,
সংসারে অশান্তির কালিমা যায় ছড়িয়ে।
হিংসার আগুন জ্বলে দাউ দাউ করে,
পুরো পরিবার ভালোবাসা হীনতায় মরে।
সংসারে শান্তির মূল, "জা'য়ে জা'য়ে মিল",
ভালোবাসার পায়রা উড়ে তবে, শান্তি কিলবিল।
০১.১২.২০১৯
No comments:
Post a Comment