শ্রদ্ধা
খাদিজা নাওরীন
চনমনে বসন্তের ফুলগুলোতে
কেমন বিষণ্নতা যেন ছেয়েছে,
আজ স্নিগ্ধ সকালের আলোয়
দুঃখ-গৌরব যেন একেঁছে!
তেরশত আটান্ন'র আট ফাল্গুন
সে কি মহাকান্ড ঘটল,
মায়ের ভাষার রাখতে সম্মান
বীর ছেলেরা পথে নামল।
কত রক্ত-প্রাণের বিনিময়ে শেষে
বীরেরা উদ্ধার করল ভাষা,
আজ আমরা নির্ভয়ে তাই
সে ভাষায় মিটাচ্ছি স্বপ্ন -আশা!
ফাল্গুন এলে তাই ফুলের ডালে
শ্রদ্ধা - ভালোবাসা দুলে,
বাঙালির চেতনা শাণিত করে
বীরের জাতি করে তুলে!
২১.০২.২০২১
No comments:
Post a Comment