Friday, 13 August 2021

কবিতাঃ যাফির এখন নানাবাড়ি

যাফির এখন নানাবাড়ি
  খাদিজা নাওরীন
 
কাটছে সময় মজায় মজায়
যাফির সোনার এখন,
খুশিতে মন যায় ভরে যায়
আসে নানাবাড়ি যখন!
মামা, খালা, নানুমণি এবং
নানা ভাইয়ার সাথে,
হেসে-খেলে-দুষ্টুমিতে
সময় কেটে যাচ্ছে তাতে!
নানা ভাইয়ের সাথে যাফির
গতদিনে দেখেছে সূর্যোদয়,
দেখল যাফির প্রকৃতিটা
-কত মায়াময়!
পাহাড়-নদী-গাছপালা সব
ডাকে নানা-নাতিকে,
ভালোবাসায় থাকো বেঁচে-
বলে দুজনকে!
তাইতো তারা আপণ মনে
দাপিয়ে বেড়াচ্ছে,
মহান প্রভুর কৃতজ্ঞতা
স্বীকার করছে।
দেখছে যাফির রোদ-মেঘের
মিষ্টি-মধুর আনাড়ি,
আমার যাফির পাখি আছে
এখন নানাবাড়ি।
০৪.১০.২০২০

 

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...