যাফির এখন নানাবাড়ি
খাদিজা নাওরীন
কাটছে সময় মজায় মজায়
যাফির সোনার এখন,
খুশিতে মন যায় ভরে যায়
আসে নানাবাড়ি যখন!
মামা, খালা, নানুমণি এবং
নানা ভাইয়ার সাথে,
হেসে-খেলে-দুষ্টুমিতে
সময় কেটে যাচ্ছে তাতে!
নানা ভাইয়ের সাথে যাফির
গতদিনে দেখেছে সূর্যোদয়,
দেখল যাফির প্রকৃতিটা
-কত মায়াময়!
পাহাড়-নদী-গাছপালা সব
ডাকে নানা-নাতিকে,
ভালোবাসায় থাকো বেঁচে-
বলে দুজনকে!
তাইতো তারা আপণ মনে
দাপিয়ে বেড়াচ্ছে,
মহান প্রভুর কৃতজ্ঞতা
স্বীকার করছে।
দেখছে যাফির রোদ-মেঘের
মিষ্টি-মধুর আনাড়ি,
আমার যাফির পাখি আছে
এখন নানাবাড়ি।
০৪.১০.২০২০
No comments:
Post a Comment