Friday, 13 August 2021

কবিতাঃ কালোয় আবৃত আজ

 

কালোয় আবৃত আজ
  খাদিজা নাওরীন
 
ভয়ে আছি, কিভাবে থাকবো নির্ভয়ে?
নিজেকে গুটিয়ে নিয়েছি কালো দিয়ে!
মেয়ে বিহীন এ পৃথিবী চলে যদি,
শেষ করে দাও মেয়ে সব সূর্য ওঠা অবধি!
নয়তো মোদের সহয পথকে ছাড়ো,
সবাই অপরাধীর বিরুদ্ধে আজ লড়ো!
সুন্দর পৃথিবীটা সবার জন্য মেয়েরা জানুক,
অপরাধীর প্রতি সবাই ঘৃণ্য দৃষ্টি হানুক!
০৬. ১০. ২০২০

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...