Thursday, 5 August 2021

কবিতাঃ প্রত্যাশার ঈদ

 প্রত্যাশার ঈদ
খাদিজা নাওরীন

ঈদ হলো সমতা আর ভালোবাসার,
ভেদাভেদ ভুলে গিয়ে প্রাণ খুলে হাসার।
ঈদ হবে সকলের নয় শুধু ধনীদের,
ঈদের ছোঁয়া লাগবে গায়ে পৃথিবীর পথিকের।
কুঠির আর অট্টালিকার ব্যবধান যাবে ঘুচে,
চাঁদ তার আলো যেভাবে ছড়িয়েছে।
প্রেমের আলোয় আলোকিত হবে সব প্রাণ,
শান্তির ফোয়ারায় ঘটুক দুখের অবসান।
ভালোবাসা ছাড়া যে সমতার স্হান নেই,
প্রত্যাশার ঈদ হোক চাওয়া শুধু এইটাই।
খাদিজা নাওরীন
২৯ জুলাই, ২০২০

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...