Saturday, 14 August 2021

যাফিরের বেড়ে উঠা -২

 

যাফিরের বয়স ১৯ মাস চলছে। আমার চোখের সামনেই ওর বিকাশ হচ্ছে প্রতিনিয়ত, আর আমি প্রাণ ভরে উপভোগ করছি তা! ওর সাথে সাথে আমার "মা" সত্তাটাও বড় হচ্ছে! আমি নিজেকে নতুন নতুন ভাবে আবিষ্কার করি কিভাবে একজন ভালো মা হওয়া যায়, সন্তানের কাছে আদর্শ মা হতে পারি!
আমি যাফিরকে কখনো ছোট ভাবি না, বড়দের সাথে যেরকম কথা বলি, যাফিরের সাথেও সেরকম বলি, বরং তার চেয়েও বেশি। কারণ পাছে ভয় থাকে, আমার কোনো ভুল যদি ও আয়ত্ত করে নেয়!
ওর সাথে আমি গল্প করি, খেলি, প্রাণ খুলে হাসি! যাফিরের আধো আধো কথার বহরে আমি ইচ্ছেমতো লুটোপুটি খাই। ওর সাথে সময় কাটাতে আমি ভীষণ ভালোবাসি।
আমি চাই, আমার সন্তানকে একটি সুন্দর, নিরাপদ, নির্ভয়, ভালোবাসা পূর্ণ শৈশব দিতে, যাতে সে প্রাণ ভরে উপভোগ করতে পারে এই জীবন সকাল।
ভালোবাসায় বড় হোক পৃথিবীর প্রতিটি শিশু।

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...