ফাল্গুনের প্রথম সকাল
খাদিজা নাওরীন
ফাল্গুনের প্রথম সকাল আজ মেলেছে চোখ,
সূর্য ছড়ায়েছে আলো চিরে কুয়াশার বুক।
কত-শত পাখিদের মিষ্টি -মধুর আনাগোনা,
বসন্তের এ যেন যতনে ভালবাসা বোনা!
শীতার্ত প্রকৃতিতে আজ যে চনমনে ভাব,
ফুলগুলোও করেছে আরো উজ্জ্বলতা লাভ!
আম-লিচুদের মুকুলগুলো মনের সুখে ভাসে,
প্রকৃতির এই চঞ্চলতায় বসন্ত হাসে।
দখিন হাওয়ায় পাল তুলেছে ফাগুনেরই রুপ,
এমন দেখে ভীষণ লাজে শীত করেছে চুপ।
চুপি চুপি কামনা করছে বসন্ত ও শীত,
প্রকৃতির মতো, মানব মনের হিংস্রতার নড়ুক ভীত।
১৪/০২/২০২০
No comments:
Post a Comment