শুভ জন্মদিন
খাদিজা নাওরীন
দেখো এ সময় সেজেছে আজ-
ঐ আকাশে তাঁরাদের সাজ,
মিটিমিটি জোনাকি জ্বলে,
তোমায় জানাবে বলে-
"শুভ জন্মদিন"!
ঠান্ডা ঠান্ডা এ বাতাসে ভাসে,
সব সুর যেন একত্রে হাসে,
কুলুকুলু সুরে নদী চলছে,
আর শোনো, পাখিরা বলছে
" শুভ জন্মদিন "!
অগোছালো অশান্ত এ মন আমার
শুধু বলে যায় কথা তোমার,
সারাটি জীবন যেন এক সাথে চলি,
অগোছালো ভাবে দিয়েছি বলি-
"শুভ জন্মদিন "!
২৭.১১.২০২০
No comments:
Post a Comment