Thursday, 5 August 2021

কবিতাঃ ভালোবাসার দুটি বছর

 ভালোবাসার দুটি বছর
    খাদিজা নাওরীন
ভালোলাগা- ভালোবাসা- পাশে থাকা
অথবা অভিমানে আরো ভালোবাসা!
ঝড়- ঝঞ্ঝা কিংবা কষ্টের হাতছানিতে
দু'জনে ভরসায় আকঁড়ে থাকা!
গুটি গুটি পায়ে দুটি বছর মাড়িয়ে
আজ রেখেছি তিনটি বছরে পা।
ছোট্ট এ সময়টায় মনে হয়-
দুজন দুজনের ছিলাম চির পরিচিত!
প্রিয় যাফির সোনা এখন,
আমাদের সবচেয়ে বড় উপহার।
- আমাদের নিঃশ্বাস সেতো!
তাকে নিয়েই তো ব্যস্ত সময় দুজনের।
সে যে কি ভালো লাগা!
তাঁর সাথে সাথেই তো আমরা
বড় হচ্ছি প্রতিনিয়ত।
কিছু কালো থাবা, এটা কিছুই নয়
আমাদের এই চেনা দুজনের জন্য।
এই বিশাল আকাশ, রাতের চাঁদ-তারা,
বহমান নদী ও সবুজ ঘাস দেখে দেখে
আমরা কাটিয়ে দিতে পারবো যে
যুগ থেকে যুগান্তর!
এটা যে আমাদের বিশ্বাসের ভালোবাসা।
২০ জুলাই, ২০২০

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...