Thursday, 5 August 2021

কবিতাঃ বর্ষার বাস্তবতা

         বর্ষার বাস্তবতা
খাদিজা নাওরীন

বর্ষার এই মৌসুমে দিন-রাত বৃষ্টি ছন্দে
সোঁদা মাটির ঘ্রাণ কিংবা কাঠালের গন্ধে,
বর্ষা নাকি শীত কোনটা ভালো এই দ্বন্ধে,
হারিয়ে যাই বাস্তবতার কাছে!
রঙিন ছাতাটা পাশে রেখে দু হাত মেলে
অনায়াসেই বৃষ্টি সম্ভোধন চলে,
ভুনা খিচুড়ি বা চায়ের কাপের দলে
জীবনের পাওয়া গুলে থাকে পাছে!
বড় একটি কলাপাতায় আটকিয়ে বৃষ্টি
এই দিনটা থাকলে বেঁচে ইতিহাস হবে সৃষ্টি
ভাঙা বেড়াটার দিকে যদি পড়ে ধনীর সুদৃষ্টি,
ভিজে যাবার ভয় তবে কমবে কিছুটা!
জীবন থমকে আছে কোথাও হয়তো
সুখি মনটাতেও হারিয়ে যাওয়া কষ্ট-নয়তো
বন্য প্রাণিটাও খুঁজছে একটু আশ্রয় হয়তো,
বাস্তবতায় হারিয়ে যায় আমার ভাবনাটা!
১২.০৭.২০২০

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...