নিষ্ঠুরতা বিদায় হও
খাদিজা নাওরীন
নিষ্ঠুরতা তুমি চির বিদায় নিলে
এ পৃথিবী ফিরে পাবে কোমলতা,
ছোট্ট শিশুরা হবে না এতিম-
সন্তান হারাবেনা কোনো মাতা!
দেখবে স্বপ্ন নির্ভয়ে সবাই
বাড়বে প্রাণ-চঞ্চল কোলাহল,
নিভবেনা হিংস্রতায় কোনো প্রাণ
আর থাকবেনা কোনো অচল।
নিষ্টুরতা বিদায় হয়ে যাও
তবে আলোময় হবে ধরণী,
শিশুর কান্নারা ক্ষত করবেনা বুক
আর ঝলমল করবে ঐশী বাণী!
১৬.১০.২০২০
No comments:
Post a Comment