Friday, 12 November 2021

কবিতাঃ আমার মতো হয়ো

        আমার মতো হয়ো

প্রিয়,
মাঝে-মধ্যে আমার মতো হয়ো,
একটু এলোমেলো, অগোছালো!
আমার মতো মাঝে মাঝে ভেবো,
আমার সাথে কল্পনাতে ডুবো!
ইচ্ছেতে রঙ মাখিয়ে মেঘের দেশে ভেসে -
বাস্তবতা যেও ভুলে হেসে হেসে!
প্রিয়,
আমার মতো একটু তুমি হয়ো,
তোমার মতো আমাকেও বানিয়ে নিয়ো।
তোমার ভাবনাগুলোর ঘোড়ার লাগাম
আমার হাতে দিও-
আমার ভালোবাসার প্রান্ত তুমি
প্রতিনিয়ত ছুঁয়ো!
প্রিয়,
আমায় তোমার মতো করো,
আমার হাতটি শক্ত করে ধরো!
তোমার-আমার ভাবনাগুলোর রঙিন ঘুড়ি
রঙ লাগিয়ে আরো রঙিন করি!
প্রিয়,
আমার ভাবনাগুলো ভালোবাসায় ছুঁয়ো!
খাদিজা নাওরীন
৩১.১০.২০২১

যাফিরের বেড়ে ওঠা

 যাফিরের বেড়ে ওঠা

সেদিনের সেই ছোট্ট যাফির, যার সাথে কথা বললে তাকিয়ে থাকত চোখ দুটো বড় করে, আর উ-আ বলে নানা রকম শব্দ করে মন জয় করে ফেলত, সেই সোনামনিটার বয়স এখন দু'বছর পেরিয়ে চারমাস!
ও এখন অনেক কিছু বুঝে। স্পষ্ট করে মনের ভাবও প্রকাশ করতে পারে। ও খুশিতে হাসে, বিরক্তিতে মুখ ভার করে, ব্যথায় কাঁদে!
আজ যাফির এসে আমার কাছে মুখ ভার করে বলছে, "আমার খুব বিরক্ত লাগছে!" কেন জিজ্ঞেস করায় বলল, "বাইরে গাড়ির সাউন্ড হচ্ছে, এজন্য!" সত্যি বাইরে খুব জোরে শব্দ যা ওর কাছে বিরক্তিতে পরিণত হয়েছে।
"সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হয়" এটা যাফির জানে। তাই পরিষ্কার থাকার আপ্রান্ত চেষ্টা তার।
মেহমানদের আপ্যায়ন করতে হয়, তাই মেহমান বাড়িতে আসলে যাফিরও খুব ছোটাছুটি করে মেহমানদারি করতে।
যারা সুন্দর কথা বলে, সবাই তাকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন। এজন্য যাফির সুন্দর কথা বলে, পঁচা কথা বলে না। তার সম বয়সী কেউ পঁচা কথা বললে বারণ করে যাফির!
(যাফিরের সাথে আমরা অনেক অ-নে-ক কথা বলি। তার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি ধৈর্য সহকারে, এবং সেটা অবশ্যই সঠিক উত্তর। আমরা তাকে বোঝাতে চেষ্টা করি, সে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা তার সাথে ভালো ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, সে ও আমাদের সাথে ভালো ব্যবহার করে। আমরা ওকে কখনো আঘাত করি না! আঘাত করে বাচ্চাদের শিখানো যায় না এটা মনে-প্রাণে বিশ্বাস করি)
# ভালো থাকুক পৃথিবীর প্রতিটি শিশু!
খাদিজা নাওরীন
১০.১০.২০২১
        আমার সোনামণি
খাদিজা নাওরীন
তোর সাথে কাটানো সময় আমি
সোনার ফ্রেমে রাখি বন্দি করে,
খেলাধুলা আর মিষ্টি খুনসুটি
উপভোগ করি আমি প্রাণ ভরে।
চঞ্চল শৈশব আমার পাই ফিরে
যেন দেখে দেখে আমি তোকে!
তোর সাথে তাই কাটে সারাদিন
আগলে রাখি ভালোবেসে বুকে।
ছোট্ট হতে তোর সাথে আমার
কোনো বাধা নেইতো,
তোর সাথে খেলি তাইতো
লুকোচুরি, কানামাছি কতো!
ভীতু আমি নইকো যে আর
ভয় পেলে তোর সাহসী বাণী ঝরে,
প্রাণবন্ত হাসতে তোর মতো
শিখেছি আমিও খুব করে!
তোর সাথে আমিও হবো বড়
শিখব যে অনেক কিছু,
আধার-কালো সব ডিঙিয়ে যাব
থাকবেনা কিছু পিছু।
ভালোবাসায় পথ পাড়ি দাও
হও খুব বড় এক গুণি,
দিকে দিকে ছড়াও সুভাস
আমার যাফির সোনামণি।
খাদিজা নাওরীন
১৭.০৯.২০২১
May be a close-up of child and standing

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...