Friday, 12 November 2021

কবিতাঃ আমার মতো হয়ো

        আমার মতো হয়ো

প্রিয়,
মাঝে-মধ্যে আমার মতো হয়ো,
একটু এলোমেলো, অগোছালো!
আমার মতো মাঝে মাঝে ভেবো,
আমার সাথে কল্পনাতে ডুবো!
ইচ্ছেতে রঙ মাখিয়ে মেঘের দেশে ভেসে -
বাস্তবতা যেও ভুলে হেসে হেসে!
প্রিয়,
আমার মতো একটু তুমি হয়ো,
তোমার মতো আমাকেও বানিয়ে নিয়ো।
তোমার ভাবনাগুলোর ঘোড়ার লাগাম
আমার হাতে দিও-
আমার ভালোবাসার প্রান্ত তুমি
প্রতিনিয়ত ছুঁয়ো!
প্রিয়,
আমায় তোমার মতো করো,
আমার হাতটি শক্ত করে ধরো!
তোমার-আমার ভাবনাগুলোর রঙিন ঘুড়ি
রঙ লাগিয়ে আরো রঙিন করি!
প্রিয়,
আমার ভাবনাগুলো ভালোবাসায় ছুঁয়ো!
খাদিজা নাওরীন
৩১.১০.২০২১

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...